একজন ইনভেস্টমেন্ট ব্যাংকার থেকে লেখক হবার গল্প

Posted on 19-05-2021
1621412617-Chetan-Bhagat-lessons-yourstory.jpg

একবার ভাবুন আপনি প্রতিমাসে ৩ লাখ টাকা বেতন পাচ্ছেন, দেশের অনেক বড় একটি ইনভেস্টমেন্ট ব্যাংক এ বেশ ভালো পজিশনে জব করছেন—এই সব কিছু ছেড়ে দিয়ে আপনি হুট করেই ভাবলেন যে আমি গল্প লিখবেন। পারবেন? মানে একেবারে চাকুরী ছেড়ে দিয়ে ফুলটাইম রাইটার হয়ে গেলেন।

 

জী, আমি জানি আপনি একটু ভ্রু কুঁচকে বলবেন এইসব বাস্তবে হয় না, এইগুলো ঐ গল্প-সিনেমা তেই সুন্দর লাগে। কিন্তু এই ঘটনাটি সত্য আর সেটা আর কেউ না, ভারতীয় লেখক চেতন ভাগাত ই সেই লোক যিনি কিনা এমন ব্যাংকিং জীবনের ইতি টেনে নিজের প্যাশন কেই প্রফেশন বানিয়েছেন।

 

নিজের জীবনের ঘটনা কে নিয়ে লিখেছেন একটি বই যেটা কিনা পরবর্তীতে মুভি তেও রুপান্তরিত করেছেন আর সেই মুভিটির নাম “ ২ স্টেটস”। জী আলিয়া ভাট আর অর্জুন কাপুরের সেই “২ স্টেটস” কিন্তু লেখক চেতন ভাগাতের ট্রু লাইফ থেকেই নেয়া। শুধু কি তাই, আপনার আমার সবার প্রিয় সেই র‍্যাঞ্ছর দাস, শ্যামল দাস ছাঞ্ছর মানে “ 3 Idiots” ও কিন্তু চেতন ভাগাতের বই “ 5 Point someone” থেকেই করা। এছাড়া “ Kai po Che” মুভিটিও চেতান ভাগাতের “ 3 Mistakes of my Life” থেকে নেয়া।

মজার ব্যাপার হল চেতন ভাগাত কে নিয়ে ইন্ডিয়া তে সব চেয়ে ট্রল করা হলেও লেখক হিসেবে সবচ এয়ে বেশি তার বই ই সেল হচ্ছে। অনেক গুলো ব্যাপার এখানে রয়েছে। চেতন ভাগাত এর একটি ব্যাপার খুব ভালো ছিল যে তিনি ইন্ডিয়ানদের ইন্ডিয়ান গল্প পড়িয়েছেন ইংরেজি ভাষায়। আর একটি ব্যাপার সত্য যে তার গল্পগুলো তে প্রেম, জীবন আর ইঞ্জিনিয়ারিং এর প্রভাব খুব বেশি ই থাকে।

 

তবে আজ লিখব চেতন ভাগাতের সেই ৫টি বই নিয়ে যা হয়তো আপনারা পড়েছেন অথবা পড়েননি কিন্তু বইগুলোর গল্প আসলেই খুব ভালো লাগবে। তাহলে দেরি কেন, চলুন জেনে নেই কোন সেই ৫ টি বইঃ

 

Revolution 2020: দুই বন্ধু, রাগাভ আর গোপাল, দুজনের দুই রকমের স্বপ্ন। এক বন্ধু যখন সব কিছু পেয়ে যাচ্ছে তখন আরেক বন্ধু কিছুই পাচ্ছে না। এই চাওয়া না পাওয়া থেকে ধীরে ধীরে ফাটল ধরে সম্পর্কের। দুজনের চলার পথ ভিন্ন হতে থাকে আর তাদের মাঝে চলে আসে আর্তি নামের মেয়েটি। পুরো বইটিতে রয়েছে ভালবাসা, স্বপ্ন আর দুর্নীতির গল্প। অসাধারণভাবে গল্প সামনের দিকে চলতে থাকে।

 

The girl in room 105: চেতন ভগতের একদম নতুন বই The girl in room 105। গল্পটা পড়ার সময় আপনাকে জাস্ট একটা ব্যাপার মাথায় রাখতে হবে সেটা হল ভিজুয়ালাইজ করার ক্ষমতা। আপনি গল্পটা পড়ার সময় আপনার মন হবে আপনি সবাই কে দেখতে পাচ্ছেন। কেশাব হচ্ছে এই গল্পের মুল নায়ক যে কিনা আইআইটি থেকে ইঞ্জিনিয়ারিং শেষ করেছে। তার ব্রেক আপ হয়েছে ৪ বছর আগে কিন্তু সে এখনো অপেক্ষায় আছে তার সেই মুসলিম এক্স- গার্ল ফ্রেন্ড জারার জন্য। আর পুরো গল্প জুড়ে তার সাথে থাকবে তার বন্ধু সৌরভ। সৌরভ এমন একটি চরিত্র যা আপনি খুব সহজেই আপনার আশেপাশে খুঁজে পাবেন। যারা চেতন কে চেনেন তারা এই গল্পটা পড়ে তার লেখনীর একটি ভিন্ন রুপ আবিস্কার করবেন।

 

What Young India Wants: যারা সবাই চেতনের প্রেমের গল্প পড়ে থাকেন তারা এই বইটি পড়লে অন্য চেতন কে আবিস্কার করবেন। আসলে এটা কোন গল্প উপন্যাস না, এটা চেতনের সব গুলো ভালো ভালো রাইটিং কে নিয়ে একটা বেশ ভালো মোটিভেশনাল বুক। বইটিতে চেতন ভাগাতের কিছু সুন্দর সুন্দর গল্পের পেছনের গল্প খুঁজে পাওয়া যায়।

 

One Indian Girl: রাধিকা নামের একটি মেয়ের গল্প নিয়েই চেতনের এই বইটি। রাধিকা একজন সফল ইনভেস্টমেন্ট ব্যাংকার যে কিনা কিছুদিনের মধ্যেই এরেঞ্জ বিয়ে করতে যাচ্ছে ব্রিজেস নামের এক ছেলে কে। বিয়ে ব্যপার টা কে রাধিকা তার ইনভেস্টমেন্ট ফর্মুলার মত খুব সহজে সল্ভ করতে গিয়ে দেখে অনেক গুলো সমস্যা আর সেই সমস্যা গুলো নিয়েই শুরু হয় নতুন নতুন গল্পের মোড়। এই বইটি পড়তে গিয়ে ব্রিজেশ কে খুব ভালো লাগবে আপনাদের।

 

One night @ call center: একজন লেখক ট্রেনে করে যাচ্ছিলেন , এমন সময় একটি মেয়ে এসে তাকে একটি গল্প শোনাতে চায়। লেখন ভাবেন, হাতে যখন সময় আছে তাহলে গল্পটা শোনাই যায়। মেয়েটি গল্প বলা শুরু করে। গল্পটি একটি কল সেন্টারের গল্প যেখানে কোন এক নাইট শিফটে ৬ জন কাস্টমার সার্ভিস এক্সিকিউটিভ প্রেজেন্ট থাকে। অন্যান্য রাতের মত সেই রাতেও তারা কাজ করতে থাকে, তাদের বিভিন্ন কল আসতে থাকে কিন্তু একটা অদ্ভুত কল তারা সেই রাতে পেয়ে যায়। আর সেই কলটি আসে গডের কাছ থেকে। তারপরেই চলতে থাকে নতুন নতুন মোড়। মজার ব্যাপার হল যে মেয়েটি গল্পটি বলছে সে কে?

 

চেতন ভাগাত ভারতের সেই লেখক যাকে নিয়ে সবাই খুব বেশি মজা করলেও সবাই স্বীকার করে থাকেন যে ভারতের মধ্যবিত্তদের মাঝে ইংরেজি নভেল পড়ার চর্চা তার বই দিয়েই শুরু হয়েছিল। আপনি যদি ভাবেন যে ইংরেজি গল্প আপনি পড়ে বুঝতে পারবেন না তাহলে ভুল করবেন কারণ চেতন খুব সুন্দর করে, সহজ ইংরেজি ভাষায় গল্পগুলো লিখেছেন। এতে যেমন আপনি গল্পের স্বাদ পাবেন তেমনি ইংরেজি ভাষা শেখাটাও হয়ে যাবে।