প্রথম ভালোবাসা দিবসে প্রিয়জনকে কী উপহার দেবেন?

Posted on 31-01-2022
1643622463-1st-Valentine.webp

ভ্যালেন্টাইনস ডে– বিশ্ব ভালোবাসা দিবস। দিনটিকে বিশ্বব্যাপী ভালোবাসা দিবস হিসেবে পালন করা হয়। বর্তমানে সমগ্র বিশ্বে এই দিনটিকে খুব ঘটা করে আনন্দ-উৎসবের মধ্য দিয়ে পালন করা হয়।

আপনি চাইলে এই বছরের ভালোবাসা দিবসটি একটু স্মরণীয় করে রাখতে পারেন। আপনার প্রিয়জনকে এমন কিছু উপহার দিন, যা সারা জীবন তার কাছে স্পেশাল হয়ে থাকবে। তবে এখন প্রশ্ন হলো– ভালোবাসা দিবসে প্রিয়জনকে কী উপহার দেবেন।

আসুন জেনে নিই ভালোবাসা দিবসে প্রিয়জনকে কী উপহার দেবেন-

১. কমবেশি সবাই ফুলকে ভালোবাসে। তাই প্রিয়জনকে ভালোবাসা জানাতে পারেন ফুল দিয়ে। যাকে ভালোবাসেন তাকে একগুচ্ছ ফুল দিয়েই বরণ করে নিন এই দিনে। 

২. প্রিয় মানুষটির জন্য তার পছন্দমতো এক বাক্স চকলেট দিতে পারেন। 

৩. উপহার হিসেবে কার্ডও দিতে পারেন। তাতে ভালো লাগা কোনো মুহূর্তের কথা অথবা মনের কোনো ইচ্ছার কথা লিখে দিতে পারেন। 

৪. ভালোবাসার মানুষকে দিতে পারেন পৃথিবীর শ্রেষ্ঠ উপহার বই। কথার ছলেই তার কাছ জেনে নিন কোন ধরনের বই তার পছন্দ।

৫. বিশ্ব ভালোবাসা দিবসে প্রিয়জনকে পোশাক উপহার দিতে পারেন। 

৬. ভালোবাসা দিবসে প্রিয় মানুষটিকে ভিন্ন রঙ ও সুবাসের পারফিউম এবং বডি স্প্রে দিয়েও চমকে দিতে পারেন। 

৭. ফটোফ্রেমে নিজেদের যুগল ছবি ফ্রেমে বাঁধিয়ে প্রিয়জনকে উপহার দিন। 

৮. ভালোবাসার মানুষকে গহনাও উপহার দিতে পারেন। নারীরা গহনা খুবই পছন্দ করেন। 

৯. ভালোবাসা দিবসে স্পেশাল উপহার হিসেবে কাস্টমাইজড প্রডাক্ট দিতে পারেন।  বর্তমানে কাস্টমাইজড মগ, টি-শার্ট, ফোন কভার, চাবিরিং ও ক্যারিকেচার উপহার হিসেবে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে।

১০. হাসবেন্ড বা বয়ফ্রেন্ডের জন্য চশমা, টিশার্ট, শার্ট, প্যান্ট, ব্যাগ থেকে শুরু করে সব ধরণের ফ্যাশন আইটেমই ভালো উপহার। এছাড়া দারুণ সব ফ্যাশন এক্সেসরিজ তো থাকছেই।