ভালোবাসা দিবসে উপহার হিসেবে প্রিয়তমা স্ত্রীকে কী দিতে পারেন

Posted on 31-01-2022
1643622139-Wife.webp

ভালোবাসা দিবসে উপহার হিসেবে প্রিয়তমা স্ত্রীকে কী দিতে পারেন

শীতের আমেজ কাটতে না কাটতেই প্রকৃতি জানান দিচ্ছে বসন্তের। প্রকৃতির সাজ সাজ রূপে হাওয়া যেন গুনগুনিয়ে কানে কানে বলে যায়, ওরে এযে ভালোবাসার মৌসুম। বছর ঘুরে গুটি গুটি পায়ে এগিয়ে আসছে ভালোবাসা দিবস। আর এই ভালোবাসা দিবসকে ঘিরে আপনার প্রিয় মানুষটির জন্য কত আয়োজন। এই ভালোবাসা দিবসে আপনার প্রিয়তমা স্ত্রীকে উপহার হিসেবে কী দিতে চান, ভেবেছেন কি? আপনি চাইলে এই বছরের ভালোবাসা দিবসটি একটু স্মরণীয় করে রাখতে পারেন। আপনার প্রিয়তমা স্ত্রীকে এমন কিছু উপহার দিন, যা সারা জীবন তার কাছে স্পেশাল হয়ে থাকবে। এমন কিছু উপহারের তালিকায় রাখুন, যা আপনার অসীম ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাবে। ভালোবাসা প্রকাশ করার জন্য যে অনেক বড় এবং দামি উপহার দিতে হবে এমনটা কিন্তু নয়। কিছু সময় ছোট ছোট উপহারও বড় উপহারকে হার মানায়। তাহলে জেনে নিন ভালোবাসা দিবসে উপহার হিসেবে প্রিয়তমা স্ত্রীকে কী দিতে পারেন।

 

লাল গোলাপ

লাল গোলাপ চিরকাল ভালোবাসার প্রতীক। প্রিয়তমা স্ত্রীকে উপহার হিসেবে দিতে পারেন একগুচ্ছ লাল গোলাপ। অভিনব উপহারগুলোর মধ্যে গোলাপ অন্যতম। ভালোবাসা দিবসে একগুচ্ছ গোলাপ হাতে হাটু গেড়ে নতুন করে প্রপোজ করুন প্রিয়তমা স্ত্রীকে । আর এর মধ্যে থেকে স্মরণীয় করে রাখুন এই ভালোবাসা দিবসটিকে। 

 

বই

আপনার প্রিয়তমা স্ত্রী কি বই পড়তে পছন্দ করে? বই পড়া যদি তার ভালোলাগা হয়ে থাকে তাহলে আর চিন্তা নয়। ভালোবাসা দিবসে আগেই ভিজিট করুন Stygen.gift ওয়েবসাইট। এরপর তার প্রিয় লেখকের প্রিয় কোনো বই কিনে উপহার দিন। এ ছাড়া প্রেমের করিতা, গল্প অথবা উপন্যাসের বইও দিতে পারেন। আপনি চাইলে বইয়ের প্রথম পাতায় কিছু লিখেও দিতে পারেন। 

 

জুয়েলারি

ভালোবাসা দিবসের উপহার হিসেবে প্রিয়তমা স্ত্রীকে জন্য কিনতে পারেন দারুণ সব অলংকার। উপহার হিসেবে গহনা খুব সহজেই জয় করে নিতে পারে মেয়েদের মন। Stygen.gift এই ওয়েবসাইট এ পাবেন দারুণ ডিজাইনের সব জুয়েলারি কালেকশন থেকে গহনার ছবি দেখে প্রিয় মানুষটির রুচি মিলিয়ে সহজে পছন্দ করে নিতে পারেন সেরা ডিজাইনের অলঙ্কার। কানের দুল থেকে শুরু করে আংটি কিংবা সেরা ডিজাইনের ব্রেসলেট পাবেন এখানে।

 

চকলেট

চকলেট খেতে কে না ভালোবাসে? আপনার ভালোবাসাকে আরো বেশি মিষ্টি করে তুলতে ভালোবাসা দিবসে উপহার হিসেবে দিতে পারেন তার প্রিয় কোনো চকলেট। ভালোবাসা দিবসে প্রিয়তমা স্ত্রীকে  জন্য সেরা মানের চকলেট হতে পারে আপনার দেওয়া সেরা একটি উপহার।

 

পারফিউম

যেকোন সময়েই পারফিউম হতে পারে সেরা একটি গিফট আইটেম। চমৎকার সুগন্ধী দ্রব্য আপনার প্রিয়জনের মনকে করবে প্রফুল্ল। আর সেই সাথে আপনার কথাও সারাক্ষণ  মনে পড়বে তার। তাই ভালোবাসা দিবসে সেরা মানের একটি পারফিউম বা বডি স্প্রে হতে পারে আপনার ভালোবাসার মানুষটির জন্য সেরা উপহার।

 

লাভ পিলো

লাভ শেপড পিলো ভালোবাসা দিবসের অন্যতম একটি আকর্ষণ। আপনারা নিজেদের ঘরের জন্য এক জোড়া লাভ পিলো নিয়ে নিতে পারেন।

 

গৃহসজ্জা প্রডাক্ট

মেয়েরা যেমন সবসময় নিজে পরিপাটি থাকতে পছন্দ করে তেমনি ঘরের সাজসজ্জা রাখতে পছন্দ করে। তাই এবার ভালোবাসা দিবসে আপনি চাইলে গৃহসজ্জা প্রডাক্ট উপহার দিতে পারেন যেটা আপনাকে আপনার প্রিয়তমা স্ত্রীর কাছে  আরো বেশি দায়িত্বশীল করে তুলবে। 

কাস্টমাইজড গিফট 

বর্তমানে কাস্টমাইজড মগ, টি-শার্ট, ফোন কভার, চাবিরিং ও ক্যারিকেচার উপহার হিসেবে সবচেয়ে বেশি জনপ্রিয় হয়ে উঠেছে। তাই আপনিও প্রিয়জনের ছবি বা নাম সহ উল্লেখ প্রডাক্টগুলো করতে পারেন এবং যা আপনার প্রিয়তমা স্ত্রী’র কাছে স্পেশাল করবে। 

গিফট কম্বো

আপনি কি আপনার ভালোবাসার মানুষটিকে এই ভালবাসা দিবসে চমকপ্রদ কিছু উপহার দিতে চান অথবা মনের মানুষটিকে অন্যভাবে নিজের ভালোবাসার কথা জানাতে চান? তাহলে আপনার জন্যই রয়েছে স্টা এর ভ্যালেন্টাইন স্পেশাল গিফট কম্বোগুলো! কম্বোগুলোতে রয়েছে চকলেট, ফুল, কার্ড ও ইলেকট্রিক ক্যান্ডেল এবং সাথে থাকবে দারুণ গিফট প্যাকেজিং যেটা দেখে  আপনার প্রিয়তমার চোখ জুড়িয়ে যাবে।