ছোটদের প্রিয় রাসূল সা. (পেপারব্যাক)

৳ 850 ৳ 638

সিরিজের নাম: ছোটদের প্রিয় রাসূল ﷺ
মোট বই: ০৬ টি (মোট পৃষ্ঠা: ১৪৪)
লেখক: তানভীর হায়দার
প্রকাশনী: সমর্পণ প্রকাশন
বাইন্ডিং: পেপারব্যাক
প্রথম প্রকাশ: মার্চ, ২০২১

SKU: STKB030

Brand: Somorpon Prokashon

10 product left in stock

#পাঠকের_উপহার
.
■ ভূমিকা:
উমার (রা.) যখন খলিফা, তখন তাঁকে সামনে পেলে শিশুরা ভয়ে খেলাধুলা বন্ধ করে দিয়ে আড়ালে চলে যেতো। একমাত্র ব্যতিক্রম ছিলো শিশু আবদুল্লাহ। উমার (রা.) তাকে এর কারণ জিজ্ঞাসা করলে সে উত্তর দিয়েছিলো—
.
আমি তো কোনো অপরাধ করিনি; তাহলে আপনাকে ভয় পাবো কেনো?
.
এই শিশু আবদুল্লাহই ইতিহাসে আবদুল্লাহ বিন যুবাইর নামে পরিচিত, যিনি রক্তপিপাসু শাসক হাজ্জাজের বিরুদ্ধে বীরত্বের সাথে অ(স্ত্র)ধারণ করে শহিদ হন। তাঁর পিতা যুবাইর (রা.) ছিলেন একজন বীর সিপাহসালার এবং মাতা আসমা (রা.) ছিলেন অত্যন্ত দৃঢ়চেতা নারী। নিঃসন্দেহে তাঁদের প্রভাব ছেলের ব্যক্তিত্বের উপর পড়েছিলো।
.
শিশুরা হলো মাটির মতো। এদেরকে গড়ে নিতে হয়। আমাদের সর্বোত্তম আদর্শ হলেন নবি মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই, আমাদের নতুন জেনারেশানকে যদি তাঁর আদর্শে গড়ে তুলতে পারি, তবে উম্মাহ শীঘ্রই বদলে যাবে, ইনশাআল্লাহ।

বই পরিচিতি:
এটি একটি সিরাত সিরিজ, যা শিশুদের উপযোগী করে রচনা করেছেন লেখক তানভীর হায়দার। রাসুল ﷺ-এর জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত পুরো জীবনের ঘটনাপ্রবাহ সংক্ষেপে আলোচনা করা হয়েছে এতে। পেপারব্যাক বাইন্ডিং, ৪ কালার পেপার, সুন্দর প্রচ্ছদ এবং দৃষ্টিনন্দন গ্রাফিক্সের মাধ্যমে বইগুলো খুবই মানসম্মত হয়েছে।
.
প্রথম বই: মরুর বুকে এলেন নবি (১১ টি গল্প)
এই বইতে আছে নবিজির আগমনপূর্ব আরবের অবস্থা, আবরাহার সীমালঙ্ঘনের গল্প ও তার পরিণতি, নবিজির ছেলেবেলার আশ্চর্যজনক ঘটনাগুলোর সংক্ষিপ্ত বিবরণ এবং অন্যান্য বিষয়।
.
দ্বিতীয় বই: দ্বীনের দাওয়াত হলো শুরু (০৮ টি গল্প)
হেরা গুহায় প্রথম ওহি, সাফা পাহাড়ে ওঠে প্রথমবারের মতো ইসলামের দিকে আহ্বান, মুশরিকদের থেকে আসা বাধা এবং মুমিনদের অবিচলতা, চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার কাহিনি এই বইতে স্থান পেয়েছে।
.
তৃতীয় বই: মক্কা ছেড়ে মদীনার পথে (৯ টি গল্প)
এই বইটিতে রয়েছে নবিজির বন্দি-জীবন, আপনজনদের চিরবিদায়, তায়েফের মর্মান্তিক ঘটনা, মিরাজের আশ্চর্জনক কাহিনি ও অন্যান্য বিষয়।
.
চতুর্থ বই: মদীনা এখন নবির শহর (৯ টি গল্প)
এই বইটিতে আছে নবিজির ঘটনাবহুল হিজরতের বিবরণ, নবিজিকে মদিনায় অভ্যর্থনা, মসজিদে কুবা নির্মাণ, মুহাজির-আনসার ভ্রাতৃত্ব এবং মদিনার ইহুদিদের বৈশিষ্ট্য।
.
পঞ্চম বই: রণাঙ্গনে প্রিয় রাসূল (৫ টি গল্প)
এই বইতে রয়েছে বদর, উহুদ, খন্দক, বনু কুরাইযা অভিযান এবং হুদায়বিয়ার সন্ধির গল্প।
.
ষষ্ঠ বই: বিশ্বজুড়ে ওহীর আলো (৭ টি গল্প)
সর্বশেষ এই বইতে বহিঃবিশ্বে নবিজির দাওয়াতি চিঠি প্রেরণ, মুতার অবিস্মরণীয় যুদ্ধ, মক্কা বিজয়, হুনাইনের পরীক্ষা, তাবুক অভিযান, বিদায় হজ্বের ভাষণ এবং নবিজির মৃত্যুর ঘটনা স্থান পেয়েছে।
.
■ বইগুলোর ভালো কিছু দিক:
.
১) আমরা জানি, এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে, শিশুরা ছবি ও গল্পের মাধ্যমে পড়ালেখা বেশি মনে রাখতে পারে। এমনকি বড়রাও। তাই, বইটিতে প্রতিটি গল্পের বিষয়বস্তুর সাথে মিল রেখে সুন্দর সুন্দর ছবি দেওয়া হয়েছে। বর্তমানের সাথে খাপ খাইয়ে, আর্টিফিশিয়াল সৌন্দর্যে তৎকালীন আরবভূমিকে সুন্দরভাবে তুলে ধরেছে ছবিগুলো। এই সংমিশ্রণটা ভালো লেগেছে। শিশুদের জন্য এটি চিত্তাকর্ষক হবে আশা করি।
.
২) গল্পগুলোর তথ্যসূত্র নিচে উল্লেখ করা হয়েছে। এতে করে অভিভাবগণ নির্ভরযোগ্যতা সম্পর্কে নিশ্চিত হতে পারবেন। প্রয়োজনে আরো ডিটেইলস জেনে নিয়ে সন্তানকে বুঝাতে পারবেন।
.
৩) যথেষ্ট সাবলীল ও ঝরঝরে গদ্যে সাজানো হয়েছে বইগুলো। পড়তে বিরক্তি আসার কোনো সুযোগ নেই।
.
(৪) সম্মানিত লেখক মোট ১৪৪ পৃষ্ঠার মধ্যে ছোটদের উপযোগী করে সিরাতের গুরুত্বপূর্ণ সব ঘটনাপ্রবাহ তুলে এনেছেন। ফলে বইগুলো পড়ার মাধ্যমে শিশুরা মোটামুটি সিরাতের বেসিক বিষয়গুলো জেনে নিতে পারবে।
.
■ সমালোচনা:
.
লেখক অনেকটাই বর্ণনাধর্মী গদ্য লিখেছেন। যেহেতু শিশুদের উদ্দেশ্যে সিরাতটি লেখা হয়েছে, সেহেতু উদ্দিষ্ট (পাঠক) শিশুদেরকে গল্পের ভেতরে আরও জুড়ানো যেতো। কচি মনে মাঝেমধ্যে কিছু প্রশ্ন ছুঁড়ে দেওয়া যেতো। গল্পের বিশেষ বিশেষ পরিস্থিতিতে মনোযোগ আকর্ষণ করলে আরও ভালো হতো। যদিও কিছু জায়গায় করা হয়েছে, তবে তা যথেষ্ট নয়। মোটকথা, শিশু পাঠকদের ইন্টার‍্যাকশান আরেকটু বেশি থাকলে খুব ভালো হতো।
.
■ উপসংহার:
আসুন, আমাদের শিশুদেরকে বিভিন্ন অসত্য কল্পকাহিনি না পড়িয়ে শ্রেষ্ঠ মানুষটির সত্য ঘটনা পড়াই। আদর্শ হিসেবে তাঁর চেয়ে উত্তম কেউ নেই। শিশুর মানসিক বিকাশ, উন্নত চরিত্র গঠন ও শক্তিশালী ব্যক্তিত্ব নির্মাণে ‘ছোটদের প্রিয় রাসূল’ ﷺ সিরিজের বইগুলো অত্যন্ত সহায়ক হবে, ইনশাআল্লাহ।

0 Reviews

Please Login First for Review.